স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : হতাশ বেকার যুবক যুবতীরা। টেট পরীক্ষা নেওয়ার জন্য দ্বারস্থ হচ্ছে টি আর বি টির। উল্লেখ্য, অবিলম্বে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার জন্য নোটিফিকেশন জারি করা এবং পরীক্ষা ২০২২ -এর মধ্যে নেওয়ার দাবিতে মঙ্গলবার টি.আর.বি.টি-র চেয়ারম্যানের কাছে ডেপুটেশান প্রদান করল অল ত্রিপুরা বি এড এবং ডি এল এড উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা।
এইদিন অল ত্রিপুরা বি এড এবং ডি এল এড উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংগঠনের পক্ষ থেকে সদস্য সদস্যরা প্রথমে রাজধানীর শিক্ষা ভবনের সামনে জড়ো হয়। সেখান থেকে এক প্রতিনিধিদল টি.আর.বি.টি-র চেয়ারম্যানের কক্ষে গিয়ে চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করেন। পরে সংগঠনের এক সদস্য জানান এইদিন তাদের পক্ষ থেকে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশান প্রদান করে টেট পরীক্ষা গ্রহণ করার দাবি জানানো হয়। কিন্তু কোন সদোত্তর পাওয়া যায় নি। তাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কবে পরীক্ষা নেওয়া হবে তা টি.আর.বি.টি জানে না, এ বিষয়ে দপ্তর বলতে পারবে। দপ্তর থেকে জানানো হলে টি.আর.বি.টি পরীক্ষা নেবে। শেষ পর্যন্ত বেকার যুবক যুবতীরা নিরাশ হয়ে বাড়ি ফিরে।