Saturday, February 8, 2025
বাড়িরাজ্যপ্রার্থী তালিকা ঘোষণা দিল কংগ্রেস

প্রার্থী তালিকা ঘোষণা দিল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : সোমবার আসন্ন আগরতলা পুর নিগম ভোটের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা দিল প্রদেশ কংগ্রেস। এদিন ৫১ টি আসনের মধ্যে ৩৪ টি আসনের নামের তালিকা ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ১৪ জন মহিলা প্রার্থী। আসন্ন নির্বাচনে জনসেবা, সমাজ সেবা করার মানসিকতা এবং রাজনৈতিক চেতনা ও শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তাদের প্রার্থীর জন্য বাছাই করা হয়েছে। সোমবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা দিয়ে এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।

তিনি বলেন মানুষের আশীর্বাদ নিয়ে কংগ্রেস আগরতলাবাসীর জন্য কাজ করতে চায়। কেন্দ্র এবং রাজ্য সরকারের কুশাসনে সাধারণ মানুষের শ্বাস রুদ্ধ অবস্থা। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। পাল্লা দিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য প্রতিদিন বেড়েই চলেছে। বিজেপি মানুষের জন্য মুনাফা লুটে সরকার। গত সাড়ে তিন বছরে রাজ্যের যুবক-যুবতীদের কোন কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকার বলে চলে। ত্রিপুরার মানুষকে বিজেপি সরকার ধোঁকা দিয়েছে। দিল্লি থেকে এসে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছে তারা। দেশে এবং রাজ্যে বিকল্প একমাত্র কংগ্রেস। তাই আসন্ন নির্বাচনে অর্থনৈতিক অধিকারের দাবি নিয়ে কংগ্রেস ময়দানে নামবে বলে জানান তিনি। তিনি বলেন আসন্ন নির্বাচনে জনগণের জন্য কংগ্রেস ইস্তেহার প্রকাশ করবে।

 কারণ মানুষের দাবি দাওয়া শেষ কথা। যাতে মানুষ উপকৃত হয় সেদিকে ভাবছে কংগ্রেস। বিশেষ করে আগরতলা স্মার্ট সিটির জন্য দিল্লি থেকে যে টাকা আসছে সেই টাকা কোথায় যাচ্ছে তা নিয়ে তদন্তের দাবি তোলা হবে। বাইরের কোম্পানি দিয়ে স্মার্ট সিটির কাজ চলছে কিন্তু এখনো স্মার্ট সিটি জল মুক্ত হয়নি। মাত্র ৪০ মিনিটের বৃষ্টিতে আগরতলা শহর জলমগ্ন হয়ে পড়ছে। হাওড়া নদীর উপর প্রতিদিন অত্যাচার হচ্ছে। নদীর তীরবর্তী এলাকার শৌচালয়গুলি প্রাকৃতিক বর্জ্য পদার্থ নদীতে ফেলা হচ্ছে। এগুলি অবিলম্বে বন্ধ করে সেনেটারী শৌচালয় করার দাবি জানানো হচ্ছে। আইন শৃঙ্খলা আগরতলা শহরে মজবুত করতে হবে। এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হচ্ছে তিনি যাতে নিরপেক্ষ থেকে নির্বাচন সংঘটিত করার ব্যবস্থা নেন। প্রত্যেক প্রার্থীর নিরাপত্তার জন্য সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কংগ্রেস জনগণের জন্য কাজ করতে চায়। কংগ্রেসের বিকল্প নেই। কংগ্রেস একটি ধর্ম নিরপেক্ষ দল। আর কংগ্রেস আছে বলেই ভারতের শান্তি-সম্প্রীতি ঐক্যতা বজায় আছে বলে জানান তিনি। আরো বলেন যাচ্ছে উড়ে এসে জুড়ে বসতে চাইছে কিছু রাজনৈতিক নেতারা। তারা কংগ্রেসকে রুখতে চাইছে। কংগ্রেস প্রার্থীদের বাড়িতে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। তারা চাইছে কংগ্রেসকে শেষ করে দিতে। কিন্তু কংগ্রেসে আগামী দিনের ভবিষ্যৎ বলে অভিমত ব্যক্ত করেন শ্রী সিনহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য