Sunday, March 16, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর দারস্থ টেট উত্তীর্ণরা

মুখ্যমন্ত্রীর দারস্থ টেট উত্তীর্ণরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : শিক্ষামন্ত্রী এবং দপ্তরে উপর থেকে আস্থা হারিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন টেট উত্তীর্ণ যুবক-যুবতীরা। তাদের দাবি অবিলম্বে একসাথে টেট উত্তীর্ণদের নিয়োগ করতে হবে। কারণ তারা অধিকাংশ ঋণে দিশেহারা এবং বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে সরকার তাদের নিয়োগ না করলে তারা সর্বস্ব হারাবেন বলে অভিমত।

 তাই তারা মুখ্যমন্ত্রী সাথে দেখা করে সমস্যা তুলে ধরেন সোমবার। জানা যায়, রাজ্য মন্ত্রীসভার সিদ্ধান্তক্রমে ক্যাটাগরি ভিত্তিক পোস্ট বৃদ্ধি করে ২০২১ সালের টেট উত্তীর্ণ ৩ হাজার ৬৩১ জনকে এক সাথে নিয়োগ করা সহ মোট তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এদিন ২০২১ সালের টেট উত্তীর্ণরা মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। এইদিন তারা মহাকরণে মুখ্যমন্ত্রীর হাতে তিন দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়। এইদিন টেট উত্তীর্ণরা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকরার পর জানায় তারা এইদিন তাদের দাবি গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। সকল সমস্যা ও তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী তাদের দাবি গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান টেট উত্তীর্ণরা। তারা আরো জানান, রাজ্যের ৩০ হাজারের অধিক শিক্ষকের শূন্যপদ রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সরকার প্রতিষ্ঠার পর বলেছিলেন শিক্ষক নিয়োগের জন্য টেট উত্তীর্ণ নেই। এখন টেট উত্তীর্ণ থাকার পরও সরকার নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঢিলামি করছে বলে অভিযোগ তুলেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য