স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : খোয়াই-চাম্পাহাওর সড়কের বেহাল দশা। ক্ষুব্ধ মানুষ শেষ পর্যন্ত সড়ক অবরোধ করতে বাধ্য হয়। সোমবার খোয়াই-চাম্পাহাওর সড়কের সিপাইহাওরে কয়েক শতাধিক নারী পুরুষ সকাল নয়টা থেকে সামিল হয় সড়ক অবরোধে।
দাবী তুলে দ্রুত সড়ক সংস্কার করার জন্য। পুরো রাস্তায় অজস্র খানাখন্দ পরিণত হয়ে আছে। বৃষ্টির জল জমে আরো বেশি সমস্যা হচ্ছে। হেঁটে রাস্তা পারাপারও যেন দায় হয়ে পড়েছে। বিপজ্বনক অবস্থা সড়কের বলে অভিযোগ স্থানীয়দের। খোয়াই জেলা হাসপাতালে রোগী নিয়ে আসতে বিপাকে পড়তে হয় রোগীর প্রয়োজনদের। রাস্তাটি সংস্কারের জন্য খোয়াই ব্লকের বি ডি ও এবং পূর্ত দপ্তরের খোয়াই সাব ডিভিশনের এস ডি ও -কে বহুবার জানানো হয়েছে। কিন্তু রাস্তাটি সংস্কারে কোন উদ্যোগ নেই। তাই অবশেষে রাস্তা অবরোধে বসে স্থানীয়রা।