স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিন। এ উপলক্ষ্যে সমগ্র দেশে পালন করা হয় রাষ্ট্রীয় একতা দিবস। রাজ্যেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এইদিন এ ডি নগরস্থিত পুলিশ গ্রাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানের শুরুতে সর্দার বল্লভ ভাই পেটেলের পতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনমুখী সরকার প্রতিষ্ঠা হয়। তার পরই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে সর্দার বল্লভ ভাই পেটেলের জন্ম জয়ন্তী রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করা হবে। ২০১৪ সালেই প্রধানমন্ত্রী রান ফর ইউনিটির সুচনা করেন। সর্দার বল্লভ ভাই পেটেল এমন একজন ব্যক্তিত্ব, যাকে লোহ পুরুষ হিসাবে জানে। ভারত স্বাধীন হওয়ার পর রাজার দ্বারা শাসিত রাজ্য গুলিকে একত্রিতকরনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন তিনি। এখনো সর্দার বল্লভ ভাই পেটেলের দেখানো পথকে অনুসরণ করে দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী কাজ করছেন। ভারতকে সুন্দর ও সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে লাগাতার কাজ করে যাচ্ছেন। রাষ্ট্র চেতনা ও রাষ্ট্র ভাবনা নিজ নিজ কর্ম পদ্ধতির মাধ্যমে সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রতিদিন একবার রাষ্ট্রহিত , সর্বাঙ্গীণ বিকাশের জন্য চিন্তন করার আহ্বান রাজ্যবাসীর উদ্দেস্যে রাখেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন সর্দার বল্লভ ভাই পেটেলের স্বপ্ন পূরণে, স্বনির্ভর ভারত, আত্ম নির্ভর ভারত, শক্তিশালী ভারত গঠনে সকলে এক সাথে কাজ করবে। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিসের মহানির্দেশক ভি এস যাদব সহ আরক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষে আরক্ষা কর্মীরা কুচকাওয়াজ প্রদর্শন করে।