Friday, April 19, 2024
বাড়িরাজ্যশিক্ষক সংকটের তীব্র প্রতিবাদে রাস্তা অবরোধ পড়ুয়াদের

শিক্ষক সংকটের তীব্র প্রতিবাদে রাস্তা অবরোধ পড়ুয়াদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : দক্ষিণ জেলার পোয়াংবাড়ি ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগুঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক সংকট । প্রতিবাদে রাস্তা অবরোধ করলো ছাত্র-ছাত্রীরা। তাদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলে ইংরেজি শিক্ষক নেই বলে চলে। এছাড়াও চারজন শিক্ষক দিয়ে স্কুলের দুই শতাধিক ছাত্র-ছাত্রীকে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে শিক্ষা দপ্তর। কিন্তু বহুবার অভিযোগ জানানোর পরেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে ছাত্র-ছাত্রীদের অভিযোগ। তারা জানায় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।

 কারণ এর আগেও ছাত্রছাত্রীরা এভাবে রাস্তা অবরোধ করে শিক্ষকের দাবি তুলেছিল। কিন্তু দপ্তর এবং স্কুল পরিচালন কমিটি কোন ভূমিকা গ্রহণ করেনি। তাই তারা পুনরায় বিক্ষোভে শামিল হয়েছে। কারণ এ ধরনের গাফিলতি ফলে ছাত্র-ছাত্রীদের ফলাফল ভালো হচ্ছে না বলে অভিমত তাদের। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করবেন। পরবর্তী সময় আশ্বাস পেয়ে পথ অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা। সরকার গুণগত শিক্ষা প্রদান করতে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে বলে ঢাকঢোল পেটাচ্ছে। কিন্তু বাস্তবের সাথে সম্পূর্ণ অমিল রয়েছে তা আবারও প্রত্যক্ষ করা যায় এদিন। রাজ্যে গ্রাম পাহাড়ে স্কুলগুলিতে তীব্র শিক্ষক সংকট রয়েছে। অধিকাংশ শিক্ষক শিক্ষিকা বাড়ির পার্শ্ববর্তী স্কুলে চাকরি করে চলেছে। যাতে করে বাড়িতে বসে সকাল সন্ধ্যা বিদ্যা ব্যবসা করে মোটা অংক কামাই করতে পারে। সেদিকে নজর নেই দপ্তর এবং দপ্তরের অভিভাবকের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য