Wednesday, October 5, 2022
বাড়িজাতীয়উপ-রাষ্ট্রপতি ভোট নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি, ৬ আগস্ট দেশের দ্বিতীয় শীর্ষ পদে...

উপ-রাষ্ট্রপতি ভোট নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি, ৬ আগস্ট দেশের দ্বিতীয় শীর্ষ পদে ভোটনয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): ষোড়শ উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, মঙ্গলবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়। চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। আগামী ৬ আগস্ট দেশের দ্বিতীয় শীর্ষ পদ উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন। সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের ভোটদানের মাধ্যমে উপ-রাষ্ট্রপতি নির্বাচন করা হয়।

ষোড়শ উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজে রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সদস্য এবং ১২ জন মনোনীত সদস্য রয়েছেন। লোকসভার আছেন ৫৪৩ জন নির্বাচিত সদস্য। ইলেক্টোরাল কলেজে মোট সদস্য সংখ্যা ৭৮৮। উপ-রাষ্ট্রপতি পদে এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ আগামী ১০ই আগস্ট শেষ হচ্ছে। সংবিধানের বিধান অনুযায়ী তার আগেই পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়া প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই আগস্টের ৬ তারিখ হবে উপ-রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন। ভোটাভুটির প্রয়োজন হলে তা ওই দিনই বেলা ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে গ্রহণ করা হবে। গণনাও শেষ করা হবে ওই একই দিনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য