স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের আসতেই বেকাদায় পড়ল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সম্মুখে। জনসভায় লোকের সমাগম ঘটাতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে কর্মী-সমর্থকদের ত্রিপুরায় আনার পরিকল্পনা নেয়।
কিন্তু বিপ্লব দেবের প্রশাসনের তীক্ষ্ণ নজরে রাজ্যে প্রবেশ মুখে আটকে গেলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ২৯ অক্টোবর ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয় পশ্চিমবঙ্গ, কেরালা সহ যে সমস্ত রাজ্যগুলিতে বর্তমানে সংক্রমণ ৫ শতাংশের অধিক সে সমস্ত রাজ্য থেকে ত্রিপুরায় আসতে গেলে ৪৮ ঘন্টা আগে কোভিডের আর টি পি সি আর টেস্ট করা বাধ্যতামূলক। রিপোর্টে যদি নেগেটিভ থাকে তাহলে রাজ্যে প্রবেশ করা সম্ভব হবে। কিন্তু কোন পরীক্ষা ছাড়াই অভিষেকের জনসভায় আসতে গিয়ে শনাক্ত হয় কোভিড পজিটিভ ৬ জনের। উল্লেখ্য, শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় অংশ নিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নাইট সুপারে করে আগরতলা আসছিলেন।
শনিবার রাতে পুলিশ ১২ টা নাগাদ চুরাইবাড়িতে এম এল ০৫ কিউ ১১১৯ নম্বরের বাস আটক করে, গাড়িতে থাকা ৩২ জনকে গাড়ি থেকে নামিয়ে স্বাস্থ্যকর্মীদের দ্বারা কোভিড নমুনা পরিক্ষা করা হয়। তখন গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়। গাড়ি চালক জানিয়েছেন গাড়িতে থাকা যাত্রীরা পশ্চিমবঙ্গের। তারা আগরতলায় একটি জনসভায় যাচ্ছিলেন। তবে এদিন ৬ জনের নমুনা পজিটিভ আসায় চাঞ্চল্য দেখা দেয় গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের মধ্যে। কোভিড গাইডলাইন অনুযায়ী যাত্রীরা আটকে পড়ে চোরাইবাড়িতে।