স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : প্রয়াত হলেন রাজ্য পুলিশের অবসর প্রাপ্ত নক্ষত্র রঙ্গমোহন রায়। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তিনি কর্ম জীবনে পরিচিতি লাভ করেছিলেন রঙ্গ দারোগা হিসাবেই। সত্তরের দশকের গোড়ার দিক থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব প্রতিপালন করে গেছেন তিনি। মঙ্গলবার ভোর ৫ টা ৪৫ মিনিটে হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন রঙ্গমোহন রায়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। দুই ছেলে ও দুই মেয়ে ,আত্মীয় পরিজন সহ অসংখ্য গুনমুগ্ধদের রেখে গেছেন তিনি। এক ছেলে বিশিষ্ট চিকিৎসক সুশান্ত রায়। তাঁর প্রয়াণের খবর পেয়ে বড়দোয়ালি যুবক সংঘ স্থিত বাসভবনে ভীড় জমান গুনমুদ্ধরা। রাজ্য পুলিশের অবসর প্রাপ্ত দক্ষ আধিকারিক রঙ্গমোহন রায়ের প্রয়াণের খবর পেয়ে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান ৭০-র দশকের গোড়ার দিকে রঙ্গমোহন রায় যে ভাবে পরিষেবা দিয়েছেন – তা অকল্পনীয়। বহু দিন যাবত তাঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে ভালো পরিচয় ছিল। রঙ্গ দারোগাকে চেনেনা এমন লোক রাজ্যে নেই। সোমবার তাঁকে টি এম সি-তে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার উন্নতিও ঘটে। কিন্তু ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। আইন শৃঙ্খলা বজায় রাখতে তাঁর ভূমিকা ছিল অনশ্চিকার্য। তাঁর কার্য পদ্ধতি এবং দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া ভুলার মত নয়। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজার পর স্যালুট করতেন রাজ্য পুলিশের অবসর প্রাপ্ত দক্ষ আধিকারিক রঙ্গমোহন রায়। একজন বিশিষ্ট ব্যক্তিকে হারিয়েছে রাজ্য। তবে নিষ্ঠাবান পুলিশ হিসাবে সকলের মনে থেকে যাবেন রঙ্গমোহন রায়। অতীতের স্মৃতি চারন করতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।