স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : ধর্মীয় সুরসুরি ঘিরে নন্দননগর এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। ফলে মঙ্গলবার সকালে নন্দননগর পাল পাড়ায় মুসলিম ধর্মাবলম্বীরা রাস্তা অবরোধ করে বসে। পথ অবরোধকারীদের অভিযোগ সোমবার রাতে এলাকার কবরস্থানটি জবরদখল করতে শিব লিঙ্গ বসিয়ে দেয় দুর্বৃত্তরা। তারই প্রতিবাদে সকাল থেকে রাস্তা অবরোধ করে রাখে তারা। এর পেছনে ভূমিদস্যুদের চক্রান্ত রয়েছে বলে মনে করছে অবরোধ কারীরা। তারা জানায়, দীর্ঘ বছর ধরে কবরস্থানটি জবর দখলের চেষ্টা করে চলছে ভূমি দস্যুরা।
এ বিষয়ে ২০১৯ এবং ২০২০ সালে এলাকার মুসলিম ধর্মালম্বী মানুষজন সংখ্যালঘু মন্ত্রী রতন লাল নাথ এবং সদর মহকুমা শাসকের কাছে চিঠি দিয়ে কবরস্থানটি হস্তান্তরের দাবি জানায়। কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয় নি। পরে ভূমিদস্যুরা ড্রজার দিয়ে মাটি কেটে সমান করে দেয়। এখন শিব লিঙ্গ এনে বসিয়ে দেয়। এতে এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট হওয়ার উপক্রম বলে মনে করছে এলাকাবাসী। তাদের দাবি এলাকায় হিন্দু মুসলিমের মধ্যে যে সুভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে, তা যেন খর্ব না হয়। তাই প্রশাসনের উপর আস্থা হারিয়ে এই রাস্তা অবরোধ। খবর পেয়ে ছুটে যায় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। পরে ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। কিন্তু এলাকায় সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ।