Saturday, March 15, 2025
বাড়িরাজ্যআত্ম সমর্থনকারীরা আবারো হতাশ, নির্ভর বৈঠক

আত্ম সমর্থনকারীরা আবারো হতাশ, নির্ভর বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : আবারো তিন দফা দাবিতে আওয়াজ তুললো জয়েন্ট একসন কমিটি ও জয়েন্ট একসন রিহাবিলিটেশন কমিটির যৌথ মঞ্চ। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে যৌথ ভাবে তারা সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তারা জানান তিন দফা দাবিকে সামনে রেখে আগামী ১১ জুলাই বড়মুড়ার খামতিং বাড়িতে রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়েছে।

এই কর্মসূচীর খবর পেয়ে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী দুই কমিটির সদস্যদের ডেকে পাঠান। মহাকরনে দপ্তরের মন্ত্রীর সঙ্গে বৈঠক হয় তাদের।  মন্ত্রী তাদের দাবি গুলি নিয়ে লাইন ডিপার্টমেন্টের সঙ্গে বসার প্রস্তাব দেন। আগামী ৮ জুলাই এই বৈঠক হওয়ার কথা রয়েছে। জয়েন্ট একসন কমিটির সাধারন সম্পাদক শৈলেন কুমার ব্রু জানান ৮ জুলাই বৈঠকের উপর নির্ভর করছে তাদের ১১ জুলাইয়ের রাস্তা অবরোধ কর্মসূচী। এই বৈঠকে তাদের দাবি গুলি সঠিক ভাবে পূরণ না হলে পথ অবরোধে শামিল হবেন তারা। আগামী ৮ জুলাই সাংবাদিক সম্মেলন করে বৈঠক সম্পর্কে অবগত করবেন। কারণ দুই সংগঠনের এই দাবিগুলি দীর্ঘদিনের বলে জানান দুই সংগঠনের নেতারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য