Wednesday, March 26, 2025
বাড়িরাজ্য৫ জুলাই রাজ্য সফরে আসবেন রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রোপদী মুর্মু

৫ জুলাই রাজ্য সফরে আসবেন রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রোপদী মুর্মু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : আগামী ৫ জুলাই ভারতীয় জনতা পার্টি মনোনীত রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রোপদী মুর্মু ত্রিপুরা সফরে আসবেন। রবিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাউড়ে, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবত এবং রাষ্ট্রীয় প্রবক্তা সম্বিত পাত্রার উপস্থিতিতে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, সংগঠন মহামন্ত্রী, প্রদেশ সভাপতিদের নিয়ে আয়োজিত সাংগঠনিক বৈঠকে রাজ্য সফরের পরিকল্পনা স্থির হয়।

মনোনীত রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রোপদী মুর্মু রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রী সহ বিধানসভার অন্যান্য সদস্যদের সাথে কথা বলবেন। আলোচনা করবেন ভোটাভুটির বিষয় নিয়ে। পরে তিনি অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন। দলীয় সূত্রের খবর মনোনীত রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রোপদী মুর্মু দেশের সবকটি রাজ্য সফরে যাবেন। যা একপ্রকার ভোট প্রচার বলা যায়। উল্লেখ্য, গত ৯ জুন ভারতের নির্বাচন কমিশন দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট ঘোষনা করেছে। আগামী ১৮ জুলাই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

ভোট গননার প্রয়োজন পড়লে তা ২১ জুলাই অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন ২৫ জুলাই। ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। ২০১৭ সালে দেশের সর্বোচ্চ এই পদের জন্য বিহারের তৎকালীন রাজ্যপাল রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনীত করেছিল বিজেপি। সে বছর ২১ জুলাই ভারতের চতুর্দশ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন রামনাথ কোবিন্দ। সেই সময়ে ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়ে বিরোধী প্রার্থী তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষা মীরা কুমারকে পরাজিত করেছিলেন রামনাথ কোবিন্দ।

মনোনীত রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রোপদী মুর্মুর রাজ্য সফর ঘিরে ইতিমধ্যে প্রদেশ বিজেপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রস্তুতি। দ্রোপদী মুর্মু রাজ্য সফরে আসলে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপির শীর্ষস্তরের নেতৃবৃন্দ। এদিন দ্রোপদী মুর্মুকে শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রী সহ বিধানসভার অন্যান্য সদস্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য