স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই :উদয়পুরের শালগড়া কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা। জানা যায় এলাকার বাসিন্দা কংগ্রেস কর্মী হাসান আলির বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা। দুষ্কৃতিদের আক্রমণে আহত হয় হাসান আলির স্ত্রী ফিরোজা বেগম। বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজা বেগম। ফিরোজা বেগম জানান রবিবার সন্ধ্যার প্রাক মুহূর্তে ওনাদের বারিতে এক দল দুষ্কৃতি হামলা চালায়। ঘটনার সময় হাসান আলি বাড়ি থেকে পালিয়ে যায়।
তখন তিনি বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনের রাস্তায় গেলে কয়েকজন মহিলা ওনাকে রাস্তায় ফেলে পরিধেয় পোশাক টেনে হিঁচড়ে খুলে নেয়। তারপর তিনি বাড়িতে গিয়ে পুনঃরায় পোশাক পরিধান করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের সামনে দ্বিতীয় দফায় ফের একবার ওনার বাড়িতে ভাংচুর করা হয়। কিছু সময় বাদে দুষ্কৃতিরা হাসান আলির ভাইয়ের বাড়িতে হামলা চালায়। দুষ্কৃতিদের আক্রমণে ওনার মাথা ফেটে যায়। দুষ্কৃতিদের মধ্যে বেশ কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন।

