স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুলাই : এডিসি নির্বাচনের আগে ভাঙা গড়ার খেলা প্রত্যন্ত এলাকায়! শুক্রবার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মানিরাম পুর ভাষ্কর পাড়া এডিসি ভিলেজে বিজেপি, তিপরা মথা, সিপিআইএম, আইপিএফটি দল ছেড়ে ২২ পরিবারের ৭৯ জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগ করেন। তাদের দলে বরণ করে নেয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, ২২ পরিবারের ৭৯ ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসের যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানানো হয়।
তারা আগামী দিন জাতীয় কংগ্রেসের হয়ে দায়িত্ব পালন করবে। তিনি আরো বলেন, সারা রাজ্যে অরাজকতা চলছে। অর্থনৈতিক ক্ষেত্রে অসম্যতা তৈরি হয়ে আছে। বিশেষ করে বর্তমান সরকার মানুষের জীবন জীবিকা রক্ষার ক্ষেত্রে উদাসীন ভূমিকা পালন করে চলেছে। যার ফলে এ সরকারের বিরুদ্ধে জনগণ গর্জে উঠছে। সবচেয়ে বড় বিষয় হলো বর্তমান সরকারের আমলে সর্বভারতীয় ক্ষেত্রে আদিবাসী মানুষের মানুষ লাঞ্ছিত বঞ্চিত এবং অত্যাচারিত। আরো বলেন তাদের উন্নয়নের কেন্দ্র সরকারের মতো রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারও উদাসীন। তাই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সকলকে এগিয়ে আসতে হবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

