স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুলাই : জোলাইবাড়িতে ধর্মের ষাঁড়ের সাথে ধাক্কায় হতাহত দুজন। মৃত ব্যক্তির নাম বিপ্লব বড়ুয়া, পেশায় ঠিকাদার। বাড়ি উদয়পুর ড্রপগেট এলাকায়। জানা যায় ঠিকেদার বিপ্লব বড়ুয়া সাতচাঁদ থেকে বাইক নিয়ে শান্তিরবাজারের দিকে আসছিলেন। তখন সাব্রুম – আগরতলা জাতীয় সড়কের জোলাই বাড়ি বাইপাসে রাস্তায় ধর্মের ষাঁড়ের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে করে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক বিপ্লব বড়ুয়ার। উনার সাথে থাকা অপর যুবক দেবব্রত সরকার গুরুতর আহত হন। তার বাড়ি শান্তিরবাজার।
ঘটনার পর বিকট শব্দে শুনতে পেয়ে এলাকার জনগণ জোলাইবাড়ি অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। তারা এসে আহতদের উদ্ধার করে জোলাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক বিপ্লব বড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জোলাইবাড়ী ও বাইখোর থানার পুলিশ।

