স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুলাই : রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজগুলির মধ্যে নির্দিষ্ট সময়ে সেমিস্টার পরীক্ষা গ্রহণ করা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ তিন দফা শুক্রবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই। এইদিন এসএফআই নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা মিছিল করে শিক্ষা ভবনের সামনে যায়। তারা শিক্ষা ভবনে প্রবেশ করার চেষ্টা করলে আরক্ষা কর্মীরা তাদের আটকে দেয়। তখন এসএফআই কর্মী সমর্থকরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ থেকে পুলিশের বিরুদ্ধেও শ্লোগান দেওয়া হয়। এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক সৃজন দেব জানান রাজ্যের ডিগ্রি কলেজ গুলিতে পঞ্চম সেমিস্টারের ফলাফল ঘোষণা করার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা করে দেওয়া হয়েছে।
তারই প্রতিবাদে এইদিনের বিক্ষোভ কর্মসূচি। তিনি উচ্চ শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের নিকট দাবি জানান অবিলম্বে উচ্চ শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত পুনঃবিবেচনা করা হোক। ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে পরীক্ষার সুচি পরিবর্তন করতে হবে। একই সাথে আরও দাবি করেন রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজ গুলোর মধ্যে ছাত্রীদের নিরাপত্তা দিতে হবে। এই নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব সরকারের। তিনি আরো বলেন এই দাবিগুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য শিক্ষা দপ্তরের কাছে সময় চাওয়া হয়েছিল। শিক্ষা দপ্তর থেকে ডেপুটেশন প্রদান করার জন্য সময় দেওয়া হয়নি। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। অবিলম্বে দাবি পূরণ না হলে এসএফআই আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে। এদিকে শিক্ষা ভবন ঘেরাও করার পর পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বাম ছাত্র সংগঠনের সদস্যদের।

