Friday, March 21, 2025
বাড়িরাজ্যশান্তি সম্প্রীতি সহ জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে মুখ্য সচিব এর দ্বারস্থ বামেরা

শান্তি সম্প্রীতি সহ জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে মুখ্য সচিব এর দ্বারস্থ বামেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : উপনির্বাচন সম্পূর্ণ হওয়ার পর রাজ্যে সন্ত্রাসের ঘটনা চরম আকার ধারণ করেছে। রাজ্যের আইন শৃঙ্খলার পরিবেশ স্বাভিবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে শুক্রবার মুখ্যসচিব দ্বারস্থ হলেন বাম বিধায়কদের একটি প্রতিনিধি দল।

 নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এছাড়া ছিলেন বিধায়ক তপন চক্রবর্তী, সুধন দাস, নির্মল বিশ্বাস, সহিদ চৌধুরী , রতন ভৌমিক প্রমুখ। বাম বিধায়কেরা এদিন এই বিষয়টি নিয়ে কোনো রকম মুখ খুলেননি। তবে দাবি জানানো হয়েছে যাতে রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখতে ফ্যাসিস্টসুলভ আক্রমণ বন্ধ করতে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়। সবগুলি রাজনৈতিক দল যাতে নিজেদের কর্মসূচি সংঘটিত করতে পারে। মানুষ আক্রান্ত হলে যাতে পুলিশের দ্বারস্থ হওয়ার সুযোগ পায় এবং পুলিশ যাতে মামলা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে অবগত করা হয়েছে। কারণ বিজেপির দুর্বৃত্তদের আক্রমণের ফলে রাজ্যের সবকটি জেলাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলের প্রতিনিধি দল। উল্লেখ্য রাজ্যের আটটি জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার পর সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিনকার বামেদের এই ডেপুটেশন প্রদান। প্রতিনিধি দল আশাবাদী মুখ্য সচিব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য