Saturday, April 20, 2024
বাড়িরাজ্যঅভিষেকের জন সমাবেশের অনুমতি বানচাল ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

অভিষেকের জন সমাবেশের অনুমতি বানচাল ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : ৩১ অক্টোবর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জনসভা সংঘটিত হওয়ার কথা ছিল। সেই মোতাবেক শনিবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসমাবেশ করার জন্য মঞ্চ নির্মাণ কাজে হাত লাগায়।

কিন্তু এদিন বিকেলে নাগাদ পুলিশ এসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জানায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জনসমাবেশ করা যাবে না। কারণ বহিঃরাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আসবেন। আর এতে সংক্রমণ বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে বলে অভিমত প্রশাসনের। সুতরাং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জনসভা করার অনুমতি দেওয়া যাবে না বলে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়। বেকাদায় পড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।

সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, জনসভার ৪৮ ঘণ্টা আগেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জানিয়ে দেওয়া হয়েছিল, শনিবার সকালে মঞ্চ নির্মাণের কাজে যখন হাত লাগায় তখনও আবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের জানানো হয়েছে। প্রশাসনিক নির্দেশকে অবজ্ঞা করে তারপরেও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসমাবেশের মঞ্চ গড়ে তুলেছিলেন। তাই তাদের জানানো হয়েছে জনসমাবেশ শহরের অন্য কোন ফাকা জায়গায় কোভিড গাইডলাইন মেনে করার জন্য। কিন্তু পুলিশ প্রশাসনের নির্দেশ অমান্য করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে মঞ্চ গড়ে তোলা প্রচেষ্টা করায় পুলিশ প্রশাসন এসে বাধা দিয়ে মঞ্চ গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানান তিনি। ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, মুখপাত্র কুণাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।

 তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানান, পুলিশ নিরেপেক্ষ না হয়ে দলদাসের মতো কাজ করছে। কিন্তু তারপরও বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনেই হবে। বাস্তবে ত্রিপুরার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে শুরু করেছে। পুলিশ প্রশাসন দিয়ে জঙ্গলের রাজ করে কোন লাভ হবে না বিজেপি’র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা অগণিত লোক হবে। তবে বহিরাগতদের সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের নেই। সুতরাং রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের এই সভায় যোগদান করবে বলে জানান তিনি। পরবর্তী সময় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান সংসদ সুস্মিতা দেব। তিনি জানান এ ধরনের যোগদান সভা অব্যাহত থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য