Friday, February 7, 2025
বাড়িরাজ্যঅগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ

অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই :  অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন ক্রমাগত তেজী হচ্ছে। এই প্রকল্পটি বাতিল করতে বেকার যুবক যুবতীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনও মাঠে নেমেছে।অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে এ আই ডি ওয়াই ও, এ আই ডি এস ও এবং এ আই এম এস এস -এর যৌথ উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন সংঘটিত করা হয়। শুক্রবার বটতলায় এলাকায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ প্রদর্শনটি। 

এ আই ডি ওয়াই ও রাজ্য সভাপতি ভবতোষ দে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকার বেকারদের নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে। কেন্দ্রে বিজেপি নেতৃত্বধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় দেশের যুবকদের প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু’কোটি চাকরি দেওয়া হবে। একইভাবে রাজ্যেও বছরের ৫০ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সরকার এখন সেই প্রতিশ্রুতিতে পালন করছে না। বরং সরকার অগ্নিপথের মতো বেকার বিরোধী প্রকল্প এনে বেকার যুবক-যুবতীদের জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তাই সরকারের কাছে দাবী জানানো হচ্ছে অবিলম্বে এই প্রকল্প বাতিল করতে হবে। পাশাপাশি রাজ্যের এবং কেন্দ্রীয় সমস্ত দপ্তর গুলির শূন্য পদ পূরণ করতে হবে। বিশেষ করে যারা বেকার থাকবে তাদের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে বলে দাবি জানান এ আই ডি ওয়াই ও রাজ্য সভাপতি ভবতোষ দে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য