Friday, February 7, 2025
বাড়িরাজ্যকলেজ কর্তৃপক্ষের অভিযোগ নাকচ করল ইন্টার্নরা

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ নাকচ করল ইন্টার্নরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : ১৩ জুন থেকে ত্রিপুরার মেডিকেল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ইন্টার্নরা আন্দোলন শুরু করে। তারা আগাম কোন কিছু না জানিয়ে আন্দোলনে সামিল হয়। আন্দোলন শুরু করার পর আন্দোলনকারিদের সাথে বেশ কয়েক দফা আলোচনা করে কলেজের আধিকারিকরা। কিন্ত তারপরও আন্দোলন জারি রাখে ইন্টার্ন চিকিৎসকরা।

এমনটাই বলে মঙ্গলবার কলেজের আধিকারিকরা তাদের অবস্থান স্পষ্ট করার পর বুধবার আন্দোলনকারিরা সাংবাদিকদের মুখমুখি হয়ে জানায় যে আন্দোলনে যাবার আগেই লিখিতভাবে কলেজ কর্তৃপক্ষকে তাদের দাবি জানানো হয়েছিল। এমনকি হাসপাতালে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ইন্টার্ন ডাক্তারদের কি ভূমিকা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। বলেন হাসপাতালগুলিতে সর্বত্রই ইন্টার্ন ডাক্তারের সাহায্যে চিকিৎসা পরিষেবার একটা সিংহভাগ কাজ হয়ে থাকে। এটা অস্বীকার করে কার্যত তাদের কর্মদক্ষতা এবং কাজের স্পৃহাকে অপমানিত করা হচ্ছে। আরো বলেন , কলেজ ভর্তির পর থেকে তাদের বিভিন্ন ভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে। কোভিডের সময় তাদের কাছ থেকে হোস্টেল ফি সহ অন্যান্য অর্থ সংগ্রহ করা হয়েছে। প্রতিবাদ করলে কোন সদুত্তর মিলে নি। তাই তারা আন্দোলনে সামিল হয়েছে। তবে এই আন্দোলনের সাথে কোন রাজনৈতিক ইন্ধন নেই বলে জানান আন্দোলনকারী ইন্টার্নরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য