Wednesday, August 17, 2022
বাড়িরাজ্যক্ষতিগ্রস্ত বাড়ি ঘর পরিদর্শনে গেলেন মেয়র

ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : অবশেষে বুধবার আগরতলা পুর নিগমের ৩৬ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ন বস্তি ও হাওড়া নদীর বাঁধ পরিদর্শন যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। কারণ সম্প্রতি বন্যার ফলে মহাবীর ক্লাব সংলগ্ন হাওড়া নদীর তীরবর্তী বাড়িঘর ব্যাপক ক্ষতি হয়। এইদিন ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সরজমিনে ঘুরে দেখেন নিগমের মেয়র। তিনি কথা বলেন ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজনদের সাথে।

 নিগমের মেয়রের সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলার সহ অন্যান্যরা। পরে নিগমের মেয়র দিপক মজুমদার জানান সম্প্রতি বন্যার ফলে মহাবীর ক্লাব সংলগ্ন হাওয়া নদীর পারে অবস্থিত বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে হাওড়া নদীর ভাঙ্গন রোধ করে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর গুলিকে রক্ষা করার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি জানান আগরতলা পুর নিগম ও মহকুমা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে যথা সম্ভব সাহায্য করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য