স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : মনোবল হারায় নি তৃণমূল কংগ্রেস। কম সময়ের মধ্যে সাংগঠন গড়ে তুলতে পারেনি। তৃণমূল কংগ্রেস সাংগঠনিক দুর্বলতা কারণে উপনির্বাচনে এই ফলাফল। রবিবার ফলাফল ঘোষণার পর প্রদেশ তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিক।
তিনি বলেন উপনির্বাচনের ফলাফল আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তন হবে। রাজ্যের মানুষ মা মাটি মানুষের সরকার গড়বে। কারন মানুষ বিজেপি সরকারের উপর ক্ষুব্ধ হয়ে আছে। উন্নয়নের স্বার্থে নিশ্চিত সরকার পরিবর্তন হবে। তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার প্রতিষ্ঠা করতে মানুষের পাশে থেকে সমস্যা নিরসনের জন্য আন্দোলন গড়ে তুলবে। মা, মাটি মানুষের সরকার গড়ে তুলবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী সংহিতা ব্যানার্জি, পান্না দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।