Monday, February 17, 2025
বাড়িরাজ্যবামেদের হাতছাড়া যুবরাজ নগর, জয়ী বিজেপি প্রার্থী

বামেদের হাতছাড়া যুবরাজ নগর, জয়ী বিজেপি প্রার্থী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : ২৯ বছর পর বাম মুক্ত হলো ধর্মনগর মহাকুমা ৫৭ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্র। জয়ী হলেন বিজেপি মনোনীত প্রার্থী মলিনা দেবনাথ। যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ছিল ৪৩ হাজার ৩৭১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ছিল ২১ হাজার ৯৬৯ জন। মহিলা ভোটার ছিল ২১ হাজার ৪০২ জন। পোলিং স্টেশন ছিল ৫০ টি। ভোট পড়েছিল ৮৩.১২ শতাংশ। ৫৭ যুবরাজ নগর কেন্দ্রে বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ পেয়েছেন ১৮ হাজার ৭৬৯ ভোট।

বামফ্রন্ট প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথ পেয়েছেন ১৪ হাজার ১৯৭ ভোট। কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবনাথ পেয়েছেন ১ হাজার ৪৪০ ভোট। তৃনমূল কংগ্রেস প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ পেয়েছেন ১ হাজার ৮০ ভোট। বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ তার নিকটতম প্রতিদন্ধী বামফ্রন্ট প্রার্থী শৈলেন্দ্র নাথের থেকে ৪ হাজার ৫৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এদিন ভোটের ফলাফল গণনা হয় ধর্মনগর বি বি আই স্কুলে। গণনা কেন্দ্রের বাইরে ছিল বিজেপি কর্মী-সমর্থকদের আনন্দ উচ্ছাস।

আজকের জয় গণতন্ত্রের এবং যুবরাজ নগর বাসীর জয়। আগামী দিনে যুবরাজ নগরবাসী রাজ্যের উন্নয়ন দিশা দেখাবে। দীর্ঘ ২৯ বছর পর সিপিআইএম মুক্ত বিধানসভা কেন্দ্র হয়েছে। এদিন যুবরাজ নগরবাসী সিপিআইএম এবং কংগ্রেসের মিতালী সম্পর্কে যোগ্য জবাব দিয়েছে বলে জানান মন্ত্রী ভগবান দাস। ২০২৩ -এর এর জবাব বামফ্রন্টকে আরও মুখ্যভাবে দেওয়া হবে। বামফ্রন্ট উপনির্বাচনের শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। বিগত এ ডি সি নির্বাচনেও খাতা খুলতে পারেনি বামফ্রন্ট। আগামী দিনেও বামফ্রন্ট শূন্যের কোঠায় থাকবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী ভগবান দাস।

বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ গণনা কেন্দ্র থেকে বের হয়ে বলেন এ জয় বিজেপির কার্যকর্তা এবং কর্মী-সমর্থকদের। শান্তিপূর্ণভাবে এবং স্বচ্ছভাবে উপ নির্বাচন সম্পন্ন হয়েছিল। ভারতীয় জনতা পার্টি জনগণের জন্য যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে, তার নিরিখে মানুষ ভোট দিয়েছে বিজেপি ‘কে। আগামী দিনে বিধানসভা এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান তিনি। সুতরাং এদিনের জয় বামেদের জন্য আরও একটি বড় ধাক্কা বলা যায়। কারণ বামেদের আরো একটি আসন খোয়াতে হলো উপনির্বাচনে। পরাজয় ২০২৩ -এর জন্য বড় ক্ষতি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য