স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের কিউ প্রজাতির আনারস বিদেসে রপ্তানির ব্যবস্থা করা হয়। এতে লাভবান হয় রাজ্যের আনারস চাষিরা। কিন্তু করোনার কারনে মাঝে দুই বছর রাজ্য থেকে বিদেসে আনারস সেইভাবে রপ্তানি করা সম্ভব হয়নি। এই বছর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ফের রাজ্য থেকে আনারস বহিঃরাজ্যে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হয়।
সেই মোতাবেক শনিবার নাগিছড়াস্থিত হটিকালচার কমপ্লেক্স থেকে আনারসের একটি কনসাইনমেন্ট দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এইদিন সবুজ পতাকা নেড়ে আনারসের কনসাইনমেন্টের সূচনা করেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। সাথে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানান বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের আনারস বিদেসে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হয়। এই আনারস আগেও রাজ্যে ছিল। কিছু সঠিক ব্যবস্থাপনা করা হয়নি। রাজ্যে সরকার পরিবর্তনের পর আনারসকে রাষ্ট্রপতির হাত ধরে রাষ্ট্রীয় ফল হিসাবে ঘোষণা করা হয়। রাজ্যের আনারসের যথেষ্ট কদর রয়েছে দেশের পাশাপাশি বিদেশের বাজারে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্য থেকে আনারস দুবাই, কাতারে রপ্তানি করা হয়েছিল। শুধু আনারস নয় রাজ্যের কাঁঠাল এবং লেবুরও যথেষ্ট চাহিদা রয়েছে দেশের বাজারে। ইতিমধ্যে দেশের বাজারে রাজ্য থেকে ৩৫০ মেট্রিক টন আনারস রপ্তানি করা হয়েছে। তিনি আরও জানান এইদিন দিল্লী যাচ্ছে আনারসের কনসাইনমেন্ট।