স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : তিপ্রাল্যান্ডের দাবিতে আগামী ২৩ আগস্ট দিল্লি অভিযান সংগঠিত করা হবে আই.পি.এফ.টি। এ বিষয়ে আগরতলা প্রেস ক্লাবে শনিবার এক বৈঠক হয়। বৈঠকের পর দলের সুপ্রিমো নরেন্দ্র চন্দ্র দেববর্মা জানান, এদিন কেন্দ্রীয় কার্যকরী কমিটি সদস্যদের সাথে বৈঠক করেন বলে জানান সর্বসম্মতি ক্রমে স্বীকৃত না হলেও দলের স্বঘোষিত সুপ্রিম বলে দাবিদার নরেন্দ্র চন্দ্র দেববর্মা।
আইপিএফটি দলের সাংগঠনিক ও রণকৌশল সহ একাধিক বিষয় নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়। বিগত দিনে দলের পক্ষ থেকে যে সকল কর্মসূচী গুলি হাতে নেওয়া হয়েছে সেই গুলি কতটা কার্যকর করা সম্ভব হয়েছে সেই বিষয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি ২৩ আগস্ট তিপ্রাল্যান্ড দাবি দিবস পালনের বিষয়ে আলোচনা হয়েছে। এইবার দিল্লী অভিযানের মাধ্যমে দিনটি পালন করা হবে। এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। এই কর্মসূচী কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে এইদিনের বৈঠকে। পাশাপাশি দলের বর্তমান যে অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ শুরু হয়েছে তার নিয়ে আলোচনা হয়েছে। কারণ দলের অভ্যন্তরে দু’ভাগে জটিলতা সৃষ্টি হয়েছে। কর্মী-সমর্থকরা অনেকেই দলের সভাপতি হিসেবে মেবার কুমার জমাতিয়াকে মনে করছেন। আবার বহু কর্মী সমর্থক মনে করছেন দলের সভাপতি মন্ত্রী এন সি দেববর্মাই। তাই এন সি দেববর্মার দেখানোর দিশায় দল এগিয়ে যাবে।