স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : নাবালিকার চিকিৎসা না করে মর্গে পাঠিয়ে দেন চিকিৎসক। অভিযোগ আই.জি.এম হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। পরবর্তী সময় মৃত্যু হয় নাবালিকার। চিকিৎসকের গাফিলতিতে নাবালিকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে পরিবারে লোকজনেরা। চিকিৎসকের এ ধরনের গাফিলতিতে রোগীর পরিজনেরা উত্তেজিত হয়ে পরে জিবি হাসপাতালে।
তারা জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর কাশিপুর এলাকায় নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করার চেষ্টা করে তানিয়া। পরিবারের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার শুরু করলে। এগিয়ে আসে প্রতিবেশীরা। সকলে মিলে তানিয়াকে উদ্ধার করে আই.জি.এম হাসপাতালে নিয়ে আসে। কিন্তু অভিযোগ তানিয়াকে আইজিএম হাসপাতালে নিয়ে আসার পর প্রায় দেড় ঘণ্টা ফেলে রাখা হয় বিনা চিকিৎসায়। পরবর্তী সময় চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে তানিয়াকে মৃত বলে ঘোষণা করে দেয়। কিন্তু দেহ মর্গে নিয়ে যাওয়ার সময় তানিয়ার সাথে আসা লোকজনদের সন্দেহ হয়। তখন তানিয়াকে তারা জিবি হাসপাতালে নিয়ে যায়। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা নিরিক্ষা করে জানিয়ে দেয় তানিয়ার মৃত্যু হয়েছে। তবে ৩০ মিনিট আগে জিবি হাসপাতালে তানিয়াকে নিয়ে আসলে বাঁচানো সম্ভব হতো। স্বাভাবিক ভাবেই তানিয়ার সাথে আসা লোকজন আইজিএম হাসপাতালের চিকিৎসকদের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে।