স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : অম্বুবাচি উপলক্ষে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে অন্যান্য বছরের ন্যায় এই বছরও মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন। শুক্রবার অম্বুবাচির তৃতীয় দিন। এইদিন সকাল থেকে লক্ষ্মীনারায়ন বাড়িতে ভিড় জমায় মহিলারা।
পরে লক্ষ্মীনারায়ন বাড়িতে পুজো দিয়ে তারা সিদুর খেলায় মেতে উঠে। লক্ষ্মীনারায়ন বাড়িতে আসা মহিলারা জানান অম্বুবাচি উপলক্ষ্যে স্বামী সহ পরিবারের সকলের মঙ্গল কামনায় তারা লক্ষ্মীনারায়ন বাড়িতে পুঁজো দিয়ে সিদুর খেলায় মেতে উঠেছেন। তারা আরও জানান প্রতিবছরই তারা অম্বুবাচি উপলক্ষ্যে লক্ষ্মীনারায়ন বাড়িতে আসেন।