স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুলাই :ভয়াবহ দুর্ঘটনায় পড়লেন বিধায়করা। চার এবং পাঁচ জুলাই ত্রিপুরা বিধানসভার এসটি কমিটি উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলা পরিদর্শনে যান। শনিবার জম্পুই হিল থেকে ফিরে আসার পথে কাঞ্চনপুর সুভাষ নগরে বিধায়কদের গাড়িটি সঙ্গে সংঘর্ষ হয় অপর দুটি গাড়ির।
এতে করে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের গাড়ি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। অল্পতে প্রাণ বাঁচেন বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রাম পদ জমাতিয়া এবং বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঞ্চনপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।