Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যপদযাত্রা করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিপরা মথার সদস্যরা

পদযাত্রা করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিপরা মথার সদস্যরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুলাই : জনজাতি দিবসের আগে আবারো নাটক মঞ্চস্থ করে আন্দোলনের ধরন পাল্টাল তিপরা মথা। আদিবাসী দিবসের আগে বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে এবার পদযাত্রা করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিপরা মথার সদস্যরা। শনিবার আগরতলার উত্তর গেট থেকে জমায়েত হয়ে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। পদযাত্রার আগে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সঙ্গে দেখা করতে যান ডেবিট মুড়া সিং।

দীর্ঘক্ষণ কথা বলেন। এক সাক্ষাৎকারে প্রদ্যোত কিশোর দেববর্মন জানান, ডেবিট মুড়া সিং সহ যারাই দিল্লির উদ্দেশ্যে দীর্ঘ পথযাত্রার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদের প্রতি সমর্থন রয়েছে উনার। কারণ একই ইস্যু নিয়ে লড়াই করছেন তিনি। এই ইস্যুকে আরো বেশি গুরুত্ব দিতে এই পদযাত্রা করছেন মুড়াসিং। তাই ওনার প্রতি পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন প্রদ্যোত কিশোর দেববর্মন। এদিন পদ যাত্রা সম্পর্কে বলতে গিয়ে মাথার নেতৃত্ব ডেবিট মোডাসিং জানান বাংলাদেশি অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক সমস্যা। এই  সমস্যা নিরসনে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয়। তাই অনুপ্রবেশ রুখতে এবার দিল্লিতে পদ যাএার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা দেন।

 তিনি বলেন, দীর্ঘ ৭৫ বছর ধরে ত্রিপুরা রাজ্যের জনজাতিরা নিজের রাজ্যের মধ্যেই দ্বিতীয় শ্রেণীর হয়ে বসবাস করে আসছে। অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশের কারণে রাজ্যের জনজাতি অংশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নিজের জায়গায় থেকে নিজেদের সংগ্রাম করতে হচ্ছে অস্তিত্ব জানান দিতে। এই বিষয়ে বহু আন্দোলন করতে হয়েছে। কিন্তু তার কোন সুরাহা হয়নি। বেআইনিভাবে ভারতে প্রবেশ করে অর্থনীতিকে দুর্বল এবং যুবকদের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে। তাই অবৈধ অনুপ্রবেশ বন্ধ করে গ্রেটার তিপরাল্যান্ড এবং জনজাতিদের অধিকার যাতে বাস্তবায়ন হয় তার জন্য দিল্লির উদ্দেশ্যে পদযাত্রায় শামিল হয়েছেন বলে জানান তিনি। এদিন তাদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। জাতীয় পতাকা হাতে নিয়ে তারা দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন। এই পথযাত্রায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য