স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুলাই :রাজ্যে এক লক্ষ আশি হাজারের অধিক রাবার চাষী আছে। সারা ভারত কৃষক সভা অনুমোদিত রাবার উৎপাদক সমিতি রয়েছে। যারা এই রাবার শ্রমিকদের জন্য কাজ করেন। সম্প্রতি রাবার উৎপাদক সমিতির একটি সম্মেলন হয়। সম্মেলনে রাবার শ্রমিকদের স্বার্থে দশ দফা দাবি তৈরি করা হয়।
গত চার জুলাই রাবার বোর্ডের যুগ্ম কমিশনারের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়। মূলত দাবি, রাবার চাষিদের নতুন বাগান করার ক্ষেত্রে বর্তমানে বিনামূল্যে চারা দেওয়ার পাশাপাশি হেক্টর প্রতি ৫০ হাজার টাকা পরিচর্যা বাবদ ভতুর্কির ব্যবস্থা করা, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি রাবার চাষিদের সুবিধার্থে রাবার বোর্ড কর্তৃক ওয়েব সাইটে প্রদত্ত দামে রাবার ক্রয় করার বন্দোবস্ত করা, রাবার বাগানের বীমা পুনরায় চালু করা, রাবার বোর্ডের মাধ্যমে রাবার চাষিদের প্রয়োজনীয় সার ভতুর্কিতে সরবরাহ করা ইত্যাদি।
শনিবার সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির অফিসে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন সংগঠনের নেতা তথা সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, রাবার কৃষকদের অন্যতম অর্থনৈতিক শক্তি হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের জনজাতি অংশের মানুষ যদি রাবার কাজের দিকে মনোযোগ না দিত তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা আরো বেশি মুখ থুবড়ে পড়তো। বর্তমান সরকারের আমলে এই বাবার চাষীরা অত্যন্ত বঞ্চিত। বামফ্রন্ট সরকারের সময় সরকারি অর্থে রাবার বাগান করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। বর্তমানে এগুলি সব কিছুই বন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেন, ৩০০ টাকায় যদি রাবার বিক্রি না করা যায় তাহলে ক্ষতির মুখে পড়বে রাবার চাষীরা। আরো জানান সম্মেলনের পর কমিটির সভাপতি হয়েছেন শৈলেন্দ্র চন্দ্র নাথ, সম্পাদক হয়েছেন প্রণব দেবরায় সহ অন্যান্যরা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক প্রণব দেবরায়।