স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : উপভোট শেষে গণদেবতাদের রায় বন্দি ইভিএম মেশিন গুলি আপাতত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে রাখা হয়েছে স্রংে রুমে। ৬ আগরতলা ও ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের গন দেবতাদের রায় বন্দি ইভিএম মেশিন গুলি রাখা হয়েছে উমাকান্ত স্কুলের স্ট্রং রুমে
উল্লেখ্য উভয় বিধানসভা এলাকার ভোট কেন্দ্র গুলিতে এইদিন সকাল ৭ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। নির্ধারিত সময় ৫ টার মধ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কিছু কিছু ভোট কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে গণদেবতাদের রায় বন্দি ইভিএম মেশিন গুলি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে নিয়ে আশা হয় উমাকান্ত স্কুলে। রিটার্নিং অফিসারের ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট কর্মীরা ইভিএম মেশিন গুলি সংশ্লিষ্ট আধিকারিকদের নিকট বুঝিয়ে দেন। রিটার্নিং অফিসার অসীম সাহা জানান ইভিএম মেশিন গুলি স্ট্রং রুমে ঢুকিয়ে রাখা হবে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম মেশিন স্ট্রং রুমে রাখা হবে এবং স্রংরা রুম সিল করে দেওয়া হবে।