স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুলাই : উত্তর জেলার বিভিন্ন এস.টি, এস.সি হোস্টেল পরিদর্শনে গেলেন বিধায়কদের দল। সমগ্র রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের অধীন থাকা এসসি, এসটি হোস্টেল গুলির সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখার জন্য বিধানসভা একটি কমিটি রয়েছে। মূলত বিভিন্ন দলের বিধায়কদের নিয়ে গঠন করা এই কমিটিতে ১৩ জন বিধায়ক বিধায়িকা রয়েছে। এই কমিটির ৭ সদস্য সদস্যা শুক্রবার উত্তর জেলার বিভিন্ন এসসি, এসটি হোস্টেল গুলি পরিদর্শনে যান। বিধায়ক দলের নেতৃত্বে ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং।
বিধায়ক দলের সদস্যরা এইদিন প্রথমে যান ধর্মনগর সার্কিট হাউসে। সেখান থেকে কদমতলা এসসি, এস.টি হোস্টেলে যান। সেখানে এসসি, এসটি হোস্টেলের সার্বিক ব্যবস্থাপনা সরজমিনে খতিয়ে দেখেন বিধায়করা। বিধায়ক প্রমোদ রিয়াং জানান উত্তর জেলার প্রতিটি এসসি ও এসটি হোস্টেলের ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন। কোথায় কি ঘাটতি রয়েছে তা দেখবেন।
তারপর ঊনকোটি জেলার হোস্টেল গুলি পরিদর্শন করবেন। এই ভাবে সমগ্র রাজ্যের এসসি, এসটি হোস্টেল গুলি দেখার পর বিধানসভায় বিধায়কদের যে কমিটি রয়েছে, সেই কমিটি বৈঠকে বসবে। বৈঠকে সব বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর যেখানে যেখানে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি কি ভাবে পূরণ করা যায় সেই বিষয়ে আলোচনা করে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।