স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুলাই : চা বাগান থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ঘটনা কুর্তি বিধানসভার মহেশপুর চা বাগান এলাকায়। মৃত যুবকের নাম সুমন নাথ। বাড়ি বড়গোল গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। ঘটনাস্থলে আসে ফরেন্সিকের বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান বৃহস্পতিবার বিকাল তিনটা নাগাদ নিজ বাড়ি বড়গোল থেকে সুমন শশুর বাড়ি বিষ্ণুপুর ১নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সে বাড়ি থেকে বের হওয়ার আগে তার বাবাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুরবাড়িতে যাচ্ছে। শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে যায়নি। তাই সুষ্ঠু তদন্তক্রমে ঘটনার আসল রহস্য উন্মোচনের জন্য পুলিশের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। তারা আরো অভিযোগ করেন ঘটনাস্থল থেকে মৃত যুবকের শ্বশুরবাড়ির দূরত্ব বেশি দূরে না থাকলেও শ্বশুর বাড়ির লোকজনদের ঘটনাস্থলে এসে পাননি তারা। অপরদিকে মৃত যুবকের স্ত্রীর বড় ভাই প্রসেনজিৎ জানান, শুক্রবার তাদের বাড়িতে আসার কথা ছিল সুমনের কিন্তু সে আসেনি। এখন দেখার বিষয় সুষ্ঠু তদন্তে কি বের হয়ে আসে।