স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুলাই : কুমারঘাট ৫ নম্বর ওয়ার্ডে জলবন্দি ২৫ টি পরিবার। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কুমারঘাট পুর এলাকার ৫ নং ওয়ার্ডে জলনিকাশী সমস্যায় নাজেহাল এলাকাবাসী। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনও পৌঁছায়নি। এমনটাই অভিযোগ ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের। এমনকি বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। স্থানীয় দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান, ওয়ার্ডে প্রায় ২৫ টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকা সমস্যার কারণে প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে।
শিশুরা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্যদিনের কাজও ব্যাহত হচ্ছে। আরও বলেন, বর্ষার আগেই এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপার্সনের সাথেও যোগাযোগ করেন। চেয়ারপার্সন আশ্বাস দিয়েছিলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়েই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে হয়েছে। তিনি আরো বলেন, জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে। ডেঙ্গু, ম্যালেরিয়া-সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধান করার জন্য দাবি করেন এলাকাবাসী। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।