স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুলাই : শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে থাবা বসালো নিশিকুটুম্বের দল। শান্তিরবাজার শহরে প্রতিনিয়ত কোথাও না কোথাও চুরির ঘটনা সংগঠীত করে যাচ্ছে নিশিকুটুম্বের দল। বৃহস্পতিবার রাতে শান্তিরবাজার শহরের প্রানকেন্দ্রে অবস্থিত শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে চুরির ঘটনা সংগঠীত করে নিশিকুটুম্বের দল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত ইনচার্জ নরেন্দ্র চক্রবর্তী জানান শুক্রবার সকালে বিদ্যালয়ের গ্রুপ-ডি কর্মী সাবিত্রী দাস বিদ্যালয়ের তালা খুলে দেখতে পান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কক্ষ থেকে শুরু করে বিভিন্ন কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে।
সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়ে জানান। খবর দেওয়া হয় শান্তিরবাজার থানার পুলিশকে। চুরির খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ বিদ্যালয়ে ছুটে যায়। বিদ্যালয়ের শিক্ষক সমর সরকার জানান চোরের দল বিদ্যালয়ে থাকা সি সি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে গেছে। রাত্রি বেলায় পুলিশের টহলদারি বৃদ্ধি করলে এইধরনের চুরিকান্ড বন্ধ করা যাবে বলে আশা ব্যক্ত করেন শিক্ষক সমর সরকার।