স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুলাই : বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করল বিশালগড় থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে পাচারকালে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিস ও বিশালগড় আদালতের মাঝামাঝি স্থানে উল্টে যায় ফেন্সিডিল বোঝাই গাড়ি। ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বে একটি স্করপিও গাড়িতে করে পাচারকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেন্সিডিল সহ ফেন্সিডিল বোঝাই বুলেরো গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক জানান মোট ৪০ কার্টুন সহ কিছু খোলা ফেন্সিডিলের বোতল উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় নি। ফেন্সিডিল বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার পর পাচারকারীরা পালিয়ে যায়। গাড়ির নাম্বারের সুত্র ধরে ঘটনার তদন্ত করা হবে বলে জানান।