স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুলাই : নিয়োগ প্রক্রিয়ার সংক্রান্ত অব্যবস্থাপনার অভিযোগ তুলে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল প্রদেশ যুব কংগ্রেস। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল শুক্রবার স্বাস্থ্য দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার হাতে স্মারক লিপি তুলে দেয়।
ডেপুটেশন প্রদান শেষে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কিছুদিন পূর্বে স্বাস্থ্য দপ্তর থেকে ল্যাব টেকনেশিয়ান, রেডিওলজি এন্ড ইমেইজ টেকনোলজি সহ অন্যান্য পোস্টে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে বলা হয় অনলাইনে রেজিস্টার করার জন্য। ২০ থেকে ২৫ হাজার যুবক যুবতী অনলাইন রেজিস্টারও করে।
তারপর দপ্তর থেকে পুনঃরায় বিজ্ঞপ্তি জারি করে বলা হয় টেকনিকেল ইস্যুর জন্য যারা রেজিস্টার করেছিল, তাদের কোন তথ্য পাওয়া যাচ্ছে না। তাই ৭ দিনের সময় দেওয়া হয় পুনঃরায় রেজিস্টার করার জন্য। কিন্তু দেখা যায় সার্ভারের কারনে অনেকে পুনঃরায় ৭ দিনের মধ্যে রেজিস্টার করতে পারে নি। তাই প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অনলাইনে রেজিস্টার করার জন্য আরও ৭ দিন সময় দেওয়া হোক। একই সাথে স্বাস্থ্য দপ্তরের অফিসে অফ লাইনে রেজিস্টারের ব্যবস্থা করা হোক।