স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুলাই : সমবায়ের আন্তর্জাতিক বছর – ২০২৫” উদযাপনের অঙ্গ হিসেবে শুক্রবার দুর্জয়নগর স্থিত ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজ্যুমার ফেডারেশন লিমিটেড এলপিজি গোডাউনে এক পের মা কি নাম কর্মসূচি হয়। এর অঙ্গ হিসেবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, কোপারেটিভ ফেডারেশনের চেয়ারম্যান টুটন দাস সহ অন্যান্যরা। মন্ত্রী বক্তব্য রেখে বলেন, বৃক্ষরোপণ কতটা গুরুত্বপূর্ণ সেটা চর্চা না করলে বুঝা যাবে না।
১৯৭৩ সালে রাষ্ট্রসঙ্ঘে সিদ্ধান্ত হয় পরিবেশ দিবস পালন করতে হবে এবং বৃক্ষ রোপণ করতে হবে। এই আহ্বানকে সামনে রেখে গত ৫২ বছর ধরে গোটা দেশবাসী বৃক্ষরোপণ করে আসছে। কিন্তু যদি গাছগুলি রোপন করার পর সঠিকভাবে পরিচর্যা করে গড়ে তোলা যেত তাহলে এখন পর্যন্ত কত গাছ হতো সেটা ধারণার বাইরে। অর্থাৎ জায়গা থাকার কথা ছিল না, জঙ্গল হয়ে যেত। কিন্তু এটা সম্ভব হয়নি, কারণ বৃক্ষরোপণ করা হচ্ছে ঠিকই। অথচ পরিচর্যার কোন সংকল্প নেই। তাই বৃক্ষ রোপন করার পাশাপাশি পরিচর্যার সংকল্প নিতে হবে সকলকে। তাহলেই বৃক্ষ রোপনের সাফল্য আসবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী।