স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুলাই : ঘৃণা রাজনীতি, সন্ত্রাসবাদ এবং যুদ্ধের বিরুদ্ধে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজধানীর রাধানগর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী কৃষ্ণা রক্ষিত।
তিনি বলেন, ভারতবর্ষে গত মে মাসে বড়সড় সন্ত্রাসবাদের ঘটনা সংঘটিত হয়েছে। জম্বু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের আক্রমণের ২৬ জন নিরীহ পর্যটকদের প্রান গেছে। অথচ এখন পর্যন্ত কোন সন্ত্রাসবাদী গ্রেফতার হয় নি। অবিলম্বে পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে ষ্পষ্টিকরণ দেওয়া প্রয়োজন কি কারনে সেদিন পহেলগাঁওয়ে নিরাপত্তার ত্রুটি ছিল। সে বিষয়ে দাবি করেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী কৃষ্ণা রক্ষিত।