স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুলাই :শীতলা মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় উদয়পুর মহকুমায় তাতুয়াটিলা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। গত ২৯ জুন উদয়পুর মাতাবাড়ি বিধানসভা অন্তর্গত তাতুয়াটিলা এলাকায় শীতলা পূজা অনুষ্ঠিত হয় এলাকাবাসীর উদ্যোগে। পূজার দিন একাংশের মানুষ পূজায় বাধা দেয়। এই নিয়ে শুরু হয় এলাকায় উত্তেজনা। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা দেখতে পায় শীতলা মায়ের মন্দির ভাঙা এবং শীতলা মায়ের মূর্তি ভাঙ্গা। এ নিয়ে শুরু হয় এলাকায় উত্তেজনা। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় এই ঘটনা যারা বাধা দিয়েছে তারাই করেছে। অভিযোগ বহু বাংলাদেশীরা এখানে এসে অবৈধ ভাবে বসবাস করছে।
প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে দুই অংশে মানুষের মধ্যে তর্ক-বিতর্ক বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাধা কিশোর পুর থানার পুলিশ। পরবর্তী সময়ে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঋষি কেশ সেঠিয়া, মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ টি এস আর, সি আর পি এফ সহ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে ভেঙে ফেলা শীতলা মূর্তি জলে ভাসমান করে এলাকাবাসী। এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশি ব্যবস্থা আটুসাটু করে রাখা হয়েছে।