স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুলাই :মেলাঘর থানার অন্তর্গত তেল কাজলা এলাকায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ তাদের মেয়ে আত্মহত্যা করে নি। তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় ৫ বছর পূর্বে উত্তর চড়িলাম আড়ালিয়া এলাকার জান্নাতুল ফেরদৌসের সাথে বিয়ে হয় মেলাঘর থানার অন্তর্গত তেলকাজলার বাসিন্দা জাকির হোসেনের। বর্তমানে তাদের একটি তিন বছরের শিশু রয়েছে।
গৃহবধূর স্বামী জাকির হোসেন বর্তমানে চেন্নাইতে রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে তেমন কোন সমস্যা না থাকলেও, গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ তাদের মেয়ের জামাই তাদের মেয়ের কথা শোনে না। এই নিয়ে মাঝে মাঝে অভিমান করত গৃহবধূ। মৃতার মায়ের অভিযোগ ওনার মেয়ের শশুর সুরজ মিয়া, শাশুড়ি, এবং স্বামীর ছোট ভাইয়ের স্ত্রী সুমনা আক্তার তাদের মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত। এইদিকে ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় মেলাঘর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।