স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুলাই : মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করে দিলেন এক গর্ভবতী মহিলাকে। জানা যায়, রাজধানীর মঠ চৌমুহনী এলাকার বাসিন্দা সৌরব দেব ওনার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যান স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অভিজিৎ শিলের নিকট। ডাক্তার অভিজিৎ শিল রোগী দেখা ঔষধ প্রেসক্রাইব করে দেন। প্রেসক্রিপশন অনুযায়ী ইনজেকশন দেওয়ার জন্য সৌরব দেব ওনার স্ত্রীকে নিয়ে যান ঋত্বিকা মেডিক্যাল হলে। মেডিক্যাল হলের কর্মীরা রোগীকে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন দিয়ে দেয়। ইনজেকশন দেওয়ার পর সৌরব দেব বিষয়টি লক্ষ্য করেন। সৌরব দেব জানান তিনি থানায় মামলা দায়ের করেছেন।
ওনার স্ত্রীর অবস্থা বর্তমানে কিছুটা খারাপ। তিনি ডাক্তার অভিজিৎ শিলের সাথেও যোগাযোগ করেছেন বলে জানান। এইদিকে ঋত্বিকা মেডিক্যাল হলের মালিক নিজেদের ভুলের কথা স্বীকার করে নেন। তিনি জানান এমনটা সাধারণত হয় না। কারন প্রতিমাসে দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেলে দেওয়া হয়। কিন্তু মেয়াদ উত্তীর্ণ এই ইনজেকশনটি কি ভাবে দোকানে ছিল তা বুঝতে পারছেন না। তিনি আরও জানান মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন দেওয়ার ফলে রোগীর অবস্থা কি হবে তা একমাত্র ডাক্তার আর ভগবান বলতে পারবে। মেডিক্যাল হলের যে কর্মী রোগীকে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন দিয়েছে সেই কর্মী নিজেও জানায় দোকান থেকে প্রতি মাসে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেলে দেওয়া হয়। তার পরও কিভাবে এই মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন দোকানে ছিল সে বুঝতে পারছে না। প্রশ্ন হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পুসের ফলে রোগীর যদি কোন কিছু হয়, তবে তার দায় কে নেবে।