স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুলাই :গোপন সংবাদের ভিত্তিতে রাম নগর ফাঁড়ির পুলিশ লংকামুড়া এলাকা থেকে নেশা জাতীয় কফ সিরাপ সহ এক বাংলাদেশী যুবককে আটক করে। পরবর্তী সময় ধৃত যুবককে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম আগরতলা থানার সেকেন্ড ওসি শ্যাম শঙ্কর রিয়াং জানান মঙ্গলবার বিকালে রামনগর ফাঁড়ির পুলিশ লঙ্কামুড়া এলাকায় পেট্রোলিং করছিল।
তখন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক যুবক নেশা সামগ্রী নিয়ে যাচ্ছে। সেই সংবাদের উপর ভিত্তি করে পুলিশ ঐ যুবককে আটক করে। তার কাছ থেকে ২৫ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। তার নাম হোসেন মিয়া। তার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। উদ্ধার হওয়া নেশা জাতীয় কফ সিরাপের বাজার মূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা হবে। ধৃত বাংলাদেশী যুবকের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা রুজু করা হয়েছে।