স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ জুলাই : জিরানীয়া মহকুমা বিভিন্ন স্থানে বিরোধীদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে রাজ্য পুলিশের মহা নির্দেশকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিআইএম জিরানিয়া কমিটি। মঙ্গলবার সকাল ১১ টার টার নাগাদ এই আন্দোলন শুরু হয়। তাদের অভিযোগ একাধিকবার পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ভূমিকা নেই।
তাই রাজ্য পুলিশের মহা নির্দেশকের দারস্ত হতে তারা বাধ্য হয়েছে। এদিন রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন তারা। ডেপুটেশনের আগে পুলিশের সদর কার্যালয়ের সামনে তাদের বিক্ষোভ চলে। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআইএম নেতা রাধা চরণ দেববর্মা, রমা দাস সহ অন্যান্যরা। সিপিআইএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে বক্তব্যের মধ্য দিয়ে পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, সংবিধানে পুলিশের নিরপেক্ষ ভূমিকার অধিকার রয়েছে। এটা পুলিশ অস্বীকার করতে পারে না। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলেও পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। বর্তমানে পুলিশের এই নিরপেক্ষ ভূমিকা নেই। গত কয়েক বছরে দেখা গেছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে যখন আক্রমণের ঘটনা সংঘটিত হচ্ছে তখন এলাকার বিরোধী দলের বিধায়ক কিংবা বিরোধী দলের নেতৃত্ব স্থানীয় থানার ওসিকে ফোন করলে ফোন রিসিভ করা হচ্ছে না। কিন্তু আবার অচেনা একটি নম্বর থেকে ফোন করলে ওসি ফোন রিসিভ করছেন। এগুলি আগে ত্রিপুরা রাজ্যের ছিল না।
ত্রিপুরা রাজ্যের পুলিশ রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত। শান্তি প্রতিষ্ঠা করা, নারীদের মর্যাদা রক্ষা করা এবং জনজীবনের নিরাপত্তা রক্ষা করা সহ নানা দিক থেকে ত্রিপুরা রাজ্যের পুলিশ স্বীকৃতি পেয়েছিল। কারণ রাজ্যের ইতিহাসে ত্রিপুরা পুলিশের দুর্দান্ত ভূমিকা রয়েছে। আজকে দেখা যায় বিজেপি সরকার এই পুলিশকে যে জায়গায় নিয়ে গেছে এটা চিন্তাই করা যায় না। পুলিশের মধ্যে কিছু নিষ্ঠাবান লোক রয়েছে যাদের এগুলি দেখে লজ্জা হয়। সিপিআইএম এর পক্ষ থেকে দাবি পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন। পুলিশের পাশে আছে জনগণ। সংবিধান অনুযায়ী সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই পুলিশের। রাজ্য পুলিশের উদ্দেশ্যে তিনি আরো বলেন ১৯৮৮ সাল থেকে ৯৩ সাল পর্যন্ত তৎকালীন জোট সরকারের আমলে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে সাংঘাতিকভাবে অত্যাচার হয়েছিল। কিন্তু পুলিশ মাথা নত করে নি। কিন্তু গত সাত বছরে রাজ্য পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না। মানুষ সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তাদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে। জিরানিয়া বিধানসভা কেন্দ্র, খয়েরপুর বিধানসভা কেন্দ্র, টাকারজলা বিধানসভা কেন্দ্র এবং মান্দাই বিধানসভা কেন্দ্রের মানুষের বাড়ি ঘরে আক্রমণ হলেও মামলা করতে পারছে না। আবার কখনো কখনো মামলা করলেও সেটা থানায় গিয়ে আবার তুলে নিতে হচ্ছে। কারণ শাসক দলের বিরুদ্ধে কোন মামলা গ্রহণ করছে না পুলিশ। বামফ্রন্ট সরকারের আমলে দেখা যেত অপরাধ করলে শাসকদলের নেতাদেরও জেলে যেতে হতো। এমনটাই অভিযোগ তুলে পুলিশকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক দে।