স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ জুলাই : ২৬ জুন আন্তর্জাতিক নেশা বিরোধী দিবস। নেশা মুক্ত নিয়ে ত্রিপুরা গণআন্দোলনের রূপ নিতে চলেছে। নেশা কারবারিদের আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছে আমজনতা। এমনও লক্ষ্য করা যাচ্ছে সরকার দ্বারা অনুমোদন প্রাপ্ত মদের লাইসেন্সের দোকান বন্ধ করার জন্য বিক্ষোভে শামিল হচ্ছে জনগণ। কারণ নেশার কোপে ঝরে যাচ্ছে বহু যুবকের জীবন। মঙ্গলবার আগরতলা টাউনহলে বিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সচেতন মূলক কর্মসূচি আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মন্ত্রী টিংকু রায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, নেশা নিয়ে বর্তমান সরকার অত্যন্ত সচেতন। সরকার নেশার রুখতে গণআন্দোলনের ডাক দিয়েছে। আগামী দিন নেশা মুক্ত সমাজ গড়তে যাতে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মেলায় সাধারণ জনগণ তার জন্য আহ্বান জানানো হচ্ছে। কারণ সাধারণ মানুষ যদি নেশা নিয়ে সচেতন না হয় বা প্রশাসনকে সহযোগিতা না করে তাহলে নেশা মুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকল নাগরিকের কাছে আহ্বান যাতে নেশা মুক্ত ত্রিপুরা করতে সকলে এগিয়ে আসে। শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর করে নেশা মুক্ত সমাজ নির্মাণ করা সম্ভব নয়।
সুতরাং সকলে মিলে সহযোগিতা করলেই নেশা মুক্ত সমাজ গড়া সম্ভব হবে। আয়োজিত অনুষ্ঠানে এদিন রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। নেশার প্রভাব সম্পর্কে তাদের সচেতন করা হয়। আগামী দিন ছাত্রছাত্রীরা যাতে সমাজকে নেশা থেকে মুক্ত করতে বড় গুরু দায়িত্ব পালন করে তার জন্য ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আহ্বান জানান মন্ত্রী।