স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুন :জমিতে কাজ করতে গিয়ে পাওয়ার টেইলারের ব্লেইডে আটকে পড়ে এক কৃষকের দুটি পা। পরে ক্ষত বিক্ষত হয়ে বের হয়। ঘটনা সোমবার সকালে খোয়াই ধলাবিল চা বাগান এলাকায়। এক প্রত্যক্ষ দর্শী জানান, খোয়াই দুর্গানগর এলাকার বাসিন্দা তথা কৃষক বিধান দাস নিজের পাউয়ার টেইলার নিয়ে ধলাবিল চা বাগান সংলগ্ন দুলাল গোয়ালার খেতে পাওয়ার টেইলার দিয়ে ক্ষেতের মাটি কাটছিলেন।
পাশাপাশি আরেকটি খেতে রেগার কাজ চলছিল। সেই ক্ষেতের মাটি কেটে রেগার কাজ করার জন্য পাওয়ার টেইলার টিকে নিয়ে পাশের খেতে যখন নিজের জমিতে যাচ্ছিলেন তখনই অসাবধানতার জন্য পাওয়ার টিলারের ব্লেইডে বিধান দাসের দুটি পা আটকে যায়। আর তাতে ঘূর্ণমান ব্লেইডের কারণে বিধান দাসের দুটি পা সেখানে আটকে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে পড়ে। কোনভাবে বিধান দাস পাওয়ার টেইলার টিকে বন্ধ করে চিৎকার করতে থাকে।
তা দেখে পাশের ক্ষেতের রেগার কাজ করা মহিলা শ্রমিকরা দৌড়ে আসে। এবং ব্লেইড খুলে ব্লেইডের ভিতর থেকে ক্ষত বিক্ষত অবস্থায় বিধান দাসের দুটি পা বের করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসক বিধান দাসকে প্রাথমিক চিকিৎসার পর সাথে সাথে জিবি হাসপাতালে রেফার করে দেন। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।