স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুন : আগামী ২৩ জুন উপনির্বাচন। নির্বাচনে রীতিনীতি মেনে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা বিধানসভা কেন্দ্র এবং বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে সমস্ত ভোট কর্মী উপস্থিত রয়েছেন।
তাদের নির্বাচনী কাজকর্ম সম্পর্কে অবগত করা হয়েছে। এদিন ভোট কর্মীদের প্রশিক্ষণের শেষ দিন ছিল। তারা ২২ জুন নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। দুটি কেন্দ্রে মোট ১১১ টি পোলিং স্টেশন রয়েছে। সঙ্গে পুলিশ এবং আধা সামরিক বাহিনী থাকবে। সম্মেলিত ভাবে যাতে সুষ্ঠু নির্বাচন সংঘটিত করা যায় তার জন্য এই ভোট প্রশিক্ষণ বলে জানান তিনি। এদিন ভোট প্রশিক্ষণে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সমস্ত কর্মী উপস্থিত ছিলেন বলে জানান রিটার্নিং অফিসার অসীম সাহা।