স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক ৪২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার। এদিন আগরতলা টাউন হলে হয় এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক ত্রিপুরা রাজ্যের নিজস্ব ব্যাংক। আজ ব্যাংকের ৪২ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় বছরের বিভিন্ন আর্থিক আয় ব্যয় আলোচনা করা হয়। আগামী অর্থবছরের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে। এই ব্যাংক চেষ্টা করছে রাজ্যের গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়ন করার জন্য। তাহলে গোটা দেশ শক্তিশালী হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। তিনি আরো বলেন রাজ্যের উন্নয়নের জন্য এবং আত্মনির্ভরের জন্য ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক মানুষের পাশে রয়েছে। বিশেষ করে এই ব্যাংক রাজ্যের প্রত্যেকটি মানুষের স্বার্থে কাজ করে চলেছে বলে জানান তিনি।

