স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : ধর্মনগর মহকুমায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বিকেল প্রায় পাঁচটার নাগাদ দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা যুগমায়া দে পুরকায়স্থ এক সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে উত্তর জেলার পানিসাগর মহকুমার জলেবাসা এলাকায় গিয়েছিলেন। সে সময় বাড়িতে কেউ ছিল না। শনিবার সকালে তাঁর দেবর ঘুম থেকে উঠে দেখেন, মূল দরজার তালা ভাঙা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।
কিন্তু স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যুগমায়া দেবীর অভিযোগ, চোরেরা বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা, একটি সোনার চেইন, একজোড়া কানের দুল এবং একটি আংটি নিয়ে গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়দের দাবি, সম্প্রতি ধর্মনগর থানার অধীন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রায় প্রতিটি ক্ষেত্রেই অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে।অনেকের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তাই চোরদের সাহস বাড়িয়ে তুলছে। তারা মনে করছেন, পুলিশের টহলদারি ও নজরদারির ঘাটতির ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ প্রবল হয়ে উঠছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন। একইসঙ্গে এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।