স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন :দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক নেশাখোর। ঘটনা দুর্লভ নারায়ন এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, দুর্লভ নারায়ন কালা পাথর এলাকার সুব্রত দেববর্মা নামে একুশ বছরের এক যুবক।
নেশার কড়াল গ্রাসে আসক্ত হয়ে নেশার টাকা জোগাড় করার জন্য বিভিন্ন স্থানে চুরি শুরু করেছে। শুক্রবার দুর্লভ নারায়ন এলাকার এক মহিলা দোকানে চুরি করতে যায় সে। সে মহিলার দোকান থেকে নগর টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই মহিলা তাকে ধরে ফেলে। তারপর এলাকাবাসী তাকে গাছের সঙ্গে বেঁধে, শেষ পর্যন্ত সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেন।

